মে মাসের ভালো কাজে ডিএমপির শ্রেষ্ঠ যারা
ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা বিধানসহ ভালো কাজের স্বীকৃতি হিসেবে ডিএমপির বিভিন্নপর্যায়ের পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়েছে। নগদ অর্থ দিয়ে পুরস্কৃত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।
সোমবার সকাল ১০টায় ডিএমপি সদর দফতরে মে মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাদের হাতে পুরস্কার তুলে দেন কমিশনার। মে মাসে ঢাকা মেট্রোপলিটন পুলিশের শ্রেষ্ঠ বিভাগ নির্বাচিত হয়েছে তেজগাঁও বিভাগ। শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার হয়েছেন ডেমরা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইফতেখায়রুল ইসলাম, শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (ভারপ্রাপ্ত কর্মকর্তা) হয়েছেন গেন্ডারিয়া থানার ওসি কাজী মিজানুর রহমান, শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) কদমতলী থানার মো. সাজু মিঞা, শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (অপারেশনস) মোহাম্মদপুর থানার মোহাম্মদ শরিফুল ইসলাম, শ্রেষ্ঠ এসআই যৌথভাবে মিরপুর মডেল থানার মো. অহিদুল ইসলাম ও কদমতলী থানার মো. আকতার হোসেন। শ্রেষ্ঠ এএসআই যৌথভাবে ভাষাণটেক থানার মাহবুবের রহমান ও শ্যামপুর থানার মো. ফারুক হোসেন।
শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হয়েছেন মিরপুর মডেল থানার এএসআই এম এ রিয়াজ, শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী কর্মকর্তা দক্ষিণখান থানার এসআই মো. রাশেদ মিয়া, শ্রেষ্ঠ বিস্ফোরক উদ্ধারকারী চকবাজার মডেল থানাধীন লালবাগ পুলিশ ফাঁড়ির এসআই মো. বজলুর রহমান, শ্রেষ্ঠ মাদকদ্রব্য উদ্ধারকারী কর্মকর্তা গেন্ডারিয়া থানার ওসি কাজী মিজানুর রহমান এবং শ্রেষ্ঠ চোরাই গাড়ি উদ্ধারকারী কর্মকর্তা হয়েছেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার মো. কামাল হোসেন।
গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগের শ্রেষ্ঠ বিভাগ হয়েছে ডিবি পূর্ববিভাগ। ডিবির শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার হয়েছেন গাড়ি চুরি প্রতিরোধ টিমের ডিবি-পশ্চিমের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার রাহুল পাটওয়ারী। সেইসেঙ্গ চোরাইগাড়ি উদ্ধারেও পুরস্কৃত হয়েছেন তিনি। মাদকদ্রব্য উদ্ধারে পুরস্কৃত হয়েছেন উত্তরা জোনাল টিমের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. কায়সাররিজভী কোরায়েশী। অস্ত্র উদ্ধারে অবৈধ মাদক উদ্ধার টিমের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. মাহবুবুল আলম, বিস্ফোরক দ্রব্য উদ্ধারে পুরস্কৃত হয়েছেন সেনসেশনাল মার্ডার টিমের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ আলাউদ্দিন, সিরিয়াস ক্রাইম এবং অজ্ঞানপার্টি ওমলমপার্টি গ্রেফতারে শ্রেষ্ঠ হয়েছেন গাড়ি চুরি প্রতিরোধটিম ডিবি-পশ্চিমের।সিনিয়র সহকারী পুলিশ কমিশনার রাহুল পাটওয়ারী।
ট্রাফিকের শ্রেষ্ঠ বিভাগ নির্বাচিত হয়েছে ট্রাফিক-পূর্ব বিভাগ। শ্রেষ্ঠ সিনিয়র সহকারী পুলিশ কমিশনার হয়েছেন রামপুরা ট্রাফিক জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোছা. লুবনা মোস্তফা, শ্রেষ্ঠ ট্রাফিক ইন্সপেক্টর হয়েছেন রামপুরা ট্রাফিক জোনের বিপ্লব ভৌমিক, শ্রেষ্ঠ টিএসআই/সার্জেন্ট যৌথভাবে হয়েছেন লালবাগ ট্রাফিক জোন ট্রাফিক-দক্ষিণ বিভাগ মো. মাজেদুল হক ও নাহিদুর রহমান।
ট্রাফিক সচেতনতামূলক কর্মসূচির জন্য পুরস্কৃত হয়েছেন ট্রাফিক উত্তর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রহিমা আক্তার লাকি ও ট্রাফিক পূর্ব বিভাগের ওয়ারী জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার এসএম বজলুর রশিদ।
বিট পুলিশিং কার্যক্রমে পুরস্কৃত হয়েছেন রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আব্দুল্লাহহিল কাফী, ওয়ারী বিভাগের ওয়ারী জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. সামসুজ্জামান, কামরাঙ্গীরচর থানার ওসি মো. শাহীন ফকির ও মোহাম্মদপুর থানার ওসি মো. জামাল উদ্দিন মীর।
বিশেষ পুরস্কারে পুরস্কৃতরা হলেন- হত্যা মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতারে সম্মিলিতভাবে পুরস্কৃত হয়েছেন মাহফুজুল আলম রাসেল (অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ডিবি উত্তর বিভাগ), মো. গোলাম সাকলায়েন (অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ডিবি উত্তর), মহরম আলী (সিনিয়র সহকারী পুলিশ কমিশনার এয়ারপোর্ট জোনাল টিম ডিবি উত্তর), মো. মিজানুর রহমান (সিনিয়র সহকারী পুলিশ কমিশনারদক্ষিণখান জোন উত্তরা বিভাগ), মো. কায়সার রিজভী কোরায়েশী (সিনিয়র সহকারী পুলিশ কমিশনার উত্তরা জোনাল টিম ডিবি উত্তর), মো. শাহাদত হোসেন সুমা (সিনিয়র সহকারী পুলিশ কমিশনার পল্লবী জোনাল টিম), আতিকুল ইসলাম (সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মতিঝিল জোনাল টিম ডিবি পূর্ব), মো. সালাহ উদ্দিন (সিনিয়র সহকারী পুলিশ কমিশনার লালবাগ জোন লালবাগ), সার্জেন্ট এসএম শিহাব মামুন (শাহবাগ ট্রাফিক জোন) ও এসআই মো. এনামুল হক (দারুসসালাম থানা)।
মাদক ব্যবসায়ী গ্রেফতার ও অস্ত্র উদ্ধারে পুরস্কৃত হয়েছেন- মো. নুরুল আলম (অতিরিক্ত উপ-পুলিশকমিশনার দক্ষিণখান জোন উত্তরা বিভাগ), মো. শফিকুল ইসলাম (অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ডিবি-পশ্চিম) ও খন্দকার রবিউল আরাফাত (সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মাদকদ্রব্য উদ্ধার ও প্রতিরোধটিম ডিবি-দক্ষিণ)।
প্রতারক চক্র গ্রেফতারে পুরস্কৃত হয়েছেন মো. নাজমুল ইসলাম বিপিএম (অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সাইবার ক্রাইম বিভাগ), মিশু বিশ্বাস (সহকারী পুলিশ কমিশনার, মতিঝিল জোন) ও সার্জেন্ট আলী আহম্মেদ (পল্লবী ট্রাফিক জোন)।
চোরাই মোটরসাইকেল ও গাড়ি উদ্ধার এবং আসামি গ্রেফতারে পুরস্কৃত হয়েছেন- নিশাত রহমান মিথুন (অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, গাড়ি চুরি উদ্ধার ও প্রতিরোধ টিম ডিবি উত্তর), হাফিজ আল আসাদ (সিনিয়র সহকারী পুলিশ কমিশনার, মোহাম্মদপুর জোনাল টিম ডিবি পশ্চিম) ও এসআই হোসেন মোহাম্মদ গোলাম মোস্তফা (গুলশান থানা)।
ছিনতাইকারী গ্রেফতারে পুরস্কৃত হয়েছেন- মোহাম্মদ মিজানুর রহমান (ওসি, শ্যামপুর থানা) এসআই মো. হারুন অর রশিদ (গেন্ডারিয়া থানা) ও এএসআই আবু বকর সিদ্দিক (শাহবাগ ট্রাফিক জোন)।
বিশেষ আসামি গ্রেফতারে শামসুল আরেফিন (সিনিয়র সহকারী পুলিশ কমিশনার, রমনা জোনাল টিম ডিবি-দক্ষিণ), অশ্লীল ভিডিও আপলোডকারী গ্রেফতারে সাইদ নাসিরুল্লাহ (সহকারী পুলিশ কমিশনার, সাইবারসিকিউরিটি বিভাগ), অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের বিদেশে পাচার ও পর্নোগ্রাফি চক্র গ্রেফতারে ইশতিয়াক আহমেদ (সহকারী পুলিশ কমিশনার, সাইবার সিকিউরিটি বিভাগ)।
ধর্ষণ মামলার আসামি গ্রেফতারে পুরস্কৃত হয়েছেন- মোহাম্মদ শরীফুল ইসলাম (পুলিশ পরিদর্শক (অপারেশন), মোহাম্মদপুর থানা), চোরাই স্বর্ণালংকারসহ আসামি গ্রেফতারে পুরস্কৃত হয়েছেন এসআই মিজানুর রহমান (কোতোয়ালি থানা), ঘাতক চালক গ্রেফতারে এসআই মো. রেদওয়ান খান (যাত্রাবাড়ী থানা),ডাকাতি মামলার আসামি গ্রেফতারে এসআই মো. মনির হোসেন খান (পল্লবী থানা), ডাকাত গ্রেফতারে কনস্টেবল খাঁন শাহীন উল্লাহ (প্রটেকশন বিভাগ) ও বিশেষ পুরস্কার দেয়া হয় এসআই মোহাম্মদ শহীদুল হকখানসহ ডিএমপির অর্থ শাখার আটজন পুলিশ সদস্যকে।
এ ছাড়া বিশেষ ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্তরা হলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস), যুগ্ম পুলিশ কমিশনার প্রটেকশন, উপ-পুলিশ কমিশনার ( মিডিয়া, রমনা, প্রটেকশন, সাইবার সিকিউরিটি, সিটি, স্পেশাল অ্যাকশন গ্রুপ, আইএডি, গুলশান, তেজগাঁও, মতিঝিল, ট্রাফিক পশ্চিম বিভাগ) ডিএমপির সিস্টেম অ্যানালিস্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
জেইউ/জেডএ/এমএস