সীমান্তে ৩ ভারতীয় নাগরিক আটক : বিএসএফের সাড়া নেই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৫৪ পিএম, ০২ আগস্ট ২০১৫

দীর্ঘ প্রায় ২৪ ঘণ্টা অতিবাহিত হলেও কুমিল্লা সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশকালে আটক তিন ভারতীয় নাগরিককে ফিরিয়ে নিতে বিএসএফ সাড়া দেয়নি। যার ফলে রোববার রাতে তাদের বুড়িচং থানায় সোপর্দ করা হয়েছে। রাতে কুমিল্লাস্থ ১০ বিজিবি সূত্রে এ তথ্য জানানো হয়।  

বিজিবি সূত্রে জানা যায়, গত শনিবার সন্ধ্যায় শংখচাইল বিজিবির বিওপির আওতাধীন সীমান্ত পিলার ২০৬ ৩/৫-এস থেকে বাংলাদেশের ২০০ গজ অভ্যন্তরে হায়দ্রাবাদ এলাকা তিন ভারতীয় নাগরিককে আটক করা হয়।

আটকরা হলেন, ভারতের পশ্চিম ত্রিপুরার আমতলী থানার স্বর্বধর্মপুর মিশনের বেলাবর গ্রামের রতন সরকার বিশ্বাসের স্ত্রী চন্দনা সরকার বিশ্বাস (৩২), রতন সরকার বিশ্বাসের ছেলে রজত সরকার বিশ্বাস (১৮) এবং সিপাহীজ্বলার কলমছড়ার বক্সনগরের কলসীমুড়া গ্রামের মৃত আব্দুল হাশেমের ছেলে মো. জমশেদ আলম (২২)।

আটকের পর থেকে বিজিবির পক্ষ থেকে আটক তিনজনকে ফিরিয়ে নিতে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হলেও রোববার সন্ধ্যা পর্যন্ত বিএসএফ তাতে সাড়া দেয়নি। তাই রাত সাড়ে ৮টার দিকে আটকদের বুড়িচং থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবির উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ আতাউল্লাহ জামী জানান, আটক তিন ভারতীয় নাগরিকদের মাধ্যমে হস্তান্তর করতে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হলেও তাতে সাড়া মিলেনি, তাই রাতে তাদের বুড়িচং থানায় হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে, বুড়িচং থানায় ওই ভারতীয় নাগরিকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

কামাল উদ্দিন/এআরএ/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।