‘দেশে ২৭ লাখ বেকার’

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:৪৬ পিএম, ১১ জুন ২০১৮
ছবি-ফাইল

দেশের মোট জনসংখ্যার মধ্যে কর্মে নিয়োজিত ছয় কোটি ৮০ লাখ। তবে অর্থনৈতিক কাজে যুক্ত নন চার কোটি ৫৮ লাখ এবং বেকার ২৭ লাখ বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

সোমবার (১১ জুন) জাতীয় সংসদে নওগাঁ-৬ আসনের এমপি ইসরাফিল আলমের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, দেশে ১৫ বছরের নিচের জনসংখ্যা মোট জনসংখ্যার ৩০.৮ শতাংশ, ১৫-৬৪ বছরের মানুষ আছেন ৬৪.৬ শতাংশ এবং ৬৫ বছরের উপরের আছেন ৪.৬ শতাংশ।

তিনি বলেন, দেশে প্রতিবন্ধী মানুষের সংখ্যা দশমিক ৯০ শতাংশ। তবে পরিসংখ্যান ব্যুরো কর্মে অক্ষম জনসংখ্যা নির্ণয় না করলেও লেবার ফোর্স সার্ভে ২০১০-১৭ অনুযায়ী কর্মে নিয়োজিত লোকের সংখ্যা ছয় কোটি ৮০ লাখ। এসব লোক কোনো আয় করে না।

এইচএস/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।