সমুদ্রের তলদেশ থেকে মহাকাশ পর্যন্ত পৌঁছে গেছে বাংলাদেশ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯:২৩ এএম, ১১ জুন ২০১৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অতীতে বাজেট দিলে জিনিসের দাম বাড়ত, এখন কমে বা নিয়ন্ত্রণে থাকে। আমরা তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। তিনি বলেন, বাংলাদেশ এখন সারাবিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। সমুদ্রের তলদেশ থেকে মহাকাশ পর্যন্ত পৌঁছে গেছে বাংলাদেশ। উন্নয়নের জন্যই জি-৭ সম্মেলনে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী স্থানীয় সময় রোববার (১০ জুন) সন্ধ্যা ৭টায় কানাডার টরেন্টোতে আওয়ামী লীগের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মেট্রো টরেন্টো কনভেনশন সেন্টারে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে শেখ হাসিনা আরও বলেন, ‘খালেদা জিয়াকে মুক্তি দেয়ার অধিকার আমার নেই। এটি আদালতের এখতিয়ার। কানাডায় পলাতক বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরী প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘তাকে দেশে ফিরিয়ে নিতে কানাডা সরকারের সাথে আলোচনা চালাচ্ছি। কোর্টে মামলা চলছে। এ ব্যাপারে প্রবাসীদের সহযোগিতা চাই। দণ্ডপ্রাপ্ত অন্যান্য খুনিদেরও দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টা চলছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে প্রবাসীদের সহযোগিতা কামনা করেন।

কানাডা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোহাম্মদ মাহমুদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, কানাডা আওয়ামী লীগ নেত্রী হাসিনা আক্তার ও আবদুস সালাম।

এর আগে ৯ জুন (শনিবার) কানাডার কুইবেকে জি-৭ এর আউটরিচ সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সম্মেলন উপলক্ষে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর আমন্ত্রণে ৮ জুন কানাডা আসেন প্রধানমন্ত্রী। আজ সোমবার সকালে ঢাকার উদ্দেশে কানাডা ত্যাগ করবেন শেখ হাসিনা।

এসআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।