মুরগি চোরের হাতে গৃহকর্তা নিহত
নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের গৃহকর্তা হারুনুর রশিদ (৭০) প্রকৃতির ডাকে রাতের অন্ধকারে বাইরে এলে মুরগি চোরের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
গুরুদাসপুর থানা সূত্রে জানা যায়, চন্দ্রপুর গ্রামের মৃত হযরত আলীর ছেলে প্রকৃতির ডাকে বাইরে বের হলে কে বা কারা অতর্কিত তার বুকের ডান পার্শ্বে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তার আর্তচিৎকারে বাড়ির লোকজন কাছে যেতে না যেতেই তার মৃত্যু ঘটে।
নিহত হারুনুর রশিদের ছেলে আব্দুল মজিদ জানায়, এ সময় বাড়ির উঠানে থাকা মুরগির ঘোরটি কাত হয়ে পড়ে ছিল। এতে ধারণা করা হচ্ছে ওই ঘোরা থেকে মুরগি চুরি করতে আসা দুষ্কৃতিকারীরাই তার বাবাকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে গেছে।
রোববার সকালে খবর পেয়ে বড়াইগ্রাম সার্কেলের এএসপি মো. শফিকুল ইসলাম ও গুরুদাসপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম ঘটনাস্থল পরিদর্শন করে লাশ ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে পাঠিয়েছে। তবে হত্যাকাণ্ডের সাথে জড়িত কেউ গ্রেফতার হয়নি।
এমএএস/এমআরআই