আইভরিকোস্টে বাংলাদেশি শান্তিরক্ষীদের পরিদর্শনে সংসদীয় কমিটি


প্রকাশিত: ০১:৪০ পিএম, ০২ আগস্ট ২০১৫

দশম জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির একটি প্রতিনিধিদল সম্প্রতি আইভরিকোস্টের ‘মান’এ বাংলাদেশ ব্যাটালিয়ন-৩ পরিদর্শন করেছেন। এসময় তারা সেখানে নিয়োজিত বাংলাদেশি শান্তিরক্ষীদের বিভিন্ন কর্মকাণ্ড ঘুরে দেখেন।
 
রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী পরিচালক মোহাম্মদ রেজা-উল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ বিষয়ে জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য মেজর জেনারেল মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া (অব.) বলেন, বাংলাদেশের শান্তি রক্ষীরা জাতিসংঘের আওতায় অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। তারা বাংলাদেশের অ্যাম্বাসেডর। দেশের সম্মান ও মর্যাদা বৃদ্ধির জন্য তাদের সকলকে কাজ করে যেতে হবে।
 
এসময় উপস্থিত সংসদ সদস্য হোসনে আরা বেগম বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রদর্শিত পথে ক্রমান্বয়ে অগ্রগতির জন্য বাংলাদেশি শান্তিরক্ষীদের ধন্যবাদ জানান।
 
সফরকারী প্রতিনিধি দলটি রোববার রাতে ঢাকায় ফিরতে পারে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় আইএসপিআর।
 
এআর/এসএইচএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।