সিএসআর পাবেন ছিটমহলবাসী


প্রকাশিত: ০১:৩২ পিএম, ০২ আগস্ট ২০১৫

ব্যাংক ও আর্থিক খাতের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) সহায়তা পাবেন ছিটমহলবাসীরা।

সদ্য বাংলাদেশের মানচিত্রে যুক্ত হওয়া ১১১টি ছিটমহলের নাগরিক এবং দহগ্রাম ও আঙ্গরপোতার প্রায় ১০ হাজার নাগরিককে সিএসআর- এর আওতায় নিয়ে আসতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে।

এতে বলা হয়, জীবনমানের উন্নয়নে দহগ্রাম ও আঙ্গরপোতাসহ ১১১টি ছিটমহলের নাগরিকদের জন্য সিএসআর-এর অর্থ ব্যবহার করা যাবে।

এসএ/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।