তিন সিটির ভোটার তালিকা সিডিতে চায় ইসি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪৬ পিএম, ০৯ জুন ২০১৮

দেশের তিনটি সিটি কর্পোরেশনের ভোটার তালিকা সিডিতে (কমপ্যাক্ট ডিস্ক) চেয়েছে নির্বাচন কমিশন। আগামী ১২ জুনের মধ্যে এই তিন সিটির ভোটার তালিকার (ছবিসহ ও ছবি ছাড়া) সিটি সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন অফিসারের কাছে সরবরাহ করতে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালকের কাছে চিঠি পাঠানো হয়েছে।

রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি কর্পোরেশনের ভোটারদের তালিকা চাওয়া হয়। আগামী ৩০ জুলাই এই তিন সিটিতে ভোট অনুষ্ঠিত হবে।

সম্প্রতি ইসির উপ-সচিব মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত ওই চিঠিতে চলতি বছরের ৩১ জানুয়ারি প্রকাশিত এবং সর্বশেষ হালনাগাদকৃত তালিকার (ছবিসহ ও ছবি ছাড়া) সিডি সরবরাহ করতে বলা হয়।

এইচএস/এমআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।