ফতুল্লায় প্র্রাইভেটকার চালককে কুপিয়ে হত্যা


প্রকাশিত: ১২:৩৫ পিএম, ০২ আগস্ট ২০১৫

নারায়ণগঞ্জের ফতুল্লায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মিরাজ হোসেন (২৮) নামে এক প্রাইভেটকার চালককে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
 
নিহত মিরাজ ফতুল্লার তল্লা এলাকার হুরমুজ আলীর ছেলে। সে শিবুমার্কেট এলাকায় সামসুল মাস্টারের ভাড়াটিয়া বাড়িতে বসবাস করে শহরের খানপুর এলাকার ব্যবসায়ী সেলিমের প্রাইভেটকার চালাতো।

মিরাজের বন্ধু আমিন জাগো নিউজকে জানান, ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার মাদক ব্যবসায়ী মনিরকে এক লাখ ২০ হাজার টাকা ধার দেয় মিরাজ। সেই টাকা চাওয়াকে কেন্দ্র করে কয়েকদিন আগে মনিরের সাথে মিরাজের তর্ক বির্তকের সৃষ্টি হয়। এ বিরোধের জের ধরে শনিবার সন্ধ্যায় শিবুমার্কেট এলাকায় সামসুল মাস্টারের ভাড়াটিয়া বাড়িতে গিয়ে মনিরসহ এক সহযোগী মিরাজের ঘরে প্রবেশ করে তাকে এলোপাথারিভাবে কুপিয়ে পালিয়ে যায়।

এসময় স্থানীয় লোকজন মনিরকে আটকের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে স্থানীয় লোকজন মিরাজকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রোববার সকালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মিরাজের স্ত্রী ও দুই মেয়ে সন্তান রয়েছে।

তিনি আরো জানান, মনির হোসেন পশ্চিম তল্লা এলাকার নুরুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একাধিক মাদকের মামলা রয়েছে।

এ ব্যাপারে ফতুল্লা মডেল থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জাগো নিউজকে বলেন, মিরাজের মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল হাসপাতাল মর্গে রয়েছে। নিহতের পরিবার মামলার এজাহার দেয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মো. শাহাদাৎ হোসেন/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।