১৪৯ সরকারি হজ গাইডের নামের তালিকা প্রকাশ
চলতি বছর হজে সরকারি ব্যবস্থাপনাধীন হজযাত্রীদের গাইড করা এবং মিনা, আরাফা, মুজদালিফা ও অন্যান্য স্থানে হজযাত্রীদের সেবা প্রদানের লক্ষ্যে ১৪৯ জন হজ গাইড নিয়োগ দিয়ে চূড়ান্ত তালিকা প্রকাশে করেছে ধর্ম মন্ত্রণালয়। জাতীয় হজ ও ওমরাহ নীতি এবং হজ গাইড নির্দেশিকা অনুযায়ী বিভিন্ন শর্তে তাদের এ নিয়োগ দেয়া হয়। ধর্ম মন্ত্রণালয়ের সহকারী সচিব (হজ-২) এস এম মনিরুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়, হজ গাইডকে তার ওপর অর্পিত সকল দায়িত্ব পালন করতে হবে। সরকারি ব্যবস্থাপনার প্রতি ৪৫ জন হজযাত্রীর জিম্মাদার হিসেবে দায়িত্ব পালন করবেন হজ গাইড। তিনি হজযাত্রীদের সঙ্গে বিনীত, নম্র ও ভদ্র আচরণ করবেন। হজযাত্রীদের হজের আরকান-আহকাম ও হজ সফরের যাবতীয় বিষয়াদি সম্পর্কে প্রশিক্ষণ প্রদানসহ প্রয়োজনীয় সকল দায়িত্ব পালন করতে হবে। প্রত্যেক হজ গাইডকে শরিয়ত ও সুন্নতের অনুসারী হতে হবে।
এমইউ/এসআর/জেআইএম