রোগ প্রতিরোধে হেলথ প্রমোশন ফাউন্ডেশন গঠনের দাবি


প্রকাশিত: ১২:০৭ পিএম, ০২ আগস্ট ২০১৫

ক্যান্সার, হৃদরোগ, স্ট্রোকসহ অসংক্রামক রোগে মানুষের মৃত্যুর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। এ সকল রোগ প্রতিরোধের জন্য হেলথ প্রমোশন ফাউন্ডেশন গঠন করা জরুরি। এ বিষয়ে সংসদীয় কমিটির হস্তক্ষেপ কামনা করেছেন স্বাস্থ্য ইস্যু নিয়ে কর্মরত সংগঠনের প্রতিনিধিরা।

রোববার দুপুরে জাতীয় সংসদ ভবনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিমের সঙ্গে দেখা করে তারা এ দাবির কথা তুলে ধরেন।

সভাপতি শেখ ফজলুল করিম সেলিমের কাছে উত্থাপিত লিখিত প্রস্তাবনায় বলা হয়, ২০১১ সালের স্বাস্থ্য নীতিতে রোগ প্রতিরোধ ব্যবস্থাকে গুরুত্ব দেওয়া হয়েছে। আর সেটা করতে হলে হেলথ প্রমোশন ফাউন্ডেশন গঠন করতে হবে। ইতোমধ্যে বিশ্বের ২৩টি দেশে এই ফাউন্ডেশন গঠন করা হয়েছে।

এতে আরো বলা হয়, সরকারি ও বেসরকারি কার্যক্রমে সমন্বয় সাধারণের জন্য এই ফাউন্ডেশন বিশেষ ভূমিকা রাখতে পারে। ফাউন্ডেশনের মাধ্যমে রোগ প্রতিরোধে আর্থিক ও কারিগরি যোগান নিশ্চিত করা সম্ভব।

এছাড়া সংসদীয় কমিটি এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিবে বলে বৈঠকে উপস্থিত প্রতিনিধিরা আশা প্রকাশ করেন।

প্রতিনিধিদের বক্তব্যের সঙ্গে একমত প্রকাশ করেন সংসদীয় কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিম। তিনি বিষয়টি নিয়ে আগামীতে বিস্তারিত আলোচনা ও প্রয়োজনীয় পদেক্ষপ গ্রহণের আশ্বাস দেন।

এ সময় আন্তর্জাতিক সংস্থা দ্য ইউনিয়ন-এর কারিগরি পরামর্শক সৈয়দ মাহবুবুল আলম, প্রটেক্ট টু জার্নালিস্ট-এর নির্বাহী পরিচালক নিখিল ভদ্র, ডাব্লিউবিবি ট্রাস্ট-এর সিনিয়র প্রকল্প কর্মকর্তা নাজনীন কবীর ও মিডিয়া অ্যাডভোকেসি অফিসার সৈয়দ সাইফুল আলম।

এইচএস/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।