বাংলাদেশে কাতারের সামরিক প্রতিনিধিদল


প্রকাশিত: ১২:০২ পিএম, ০২ আগস্ট ২০১৫

কাতারের ৬ সদস্যের একটি সামরিক প্রতিনিধিদল ৫ দিনের সফরে ঢাকায় এসেছেন। রোববার সকালে কাতারের মেজর জেনারেল আলী ইসমাইল এইচ আল-জিয়ারার নেতৃত্বে দলটি ঢাকায় আসে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী পরিচালক মোহাম্মদ রেজা-উল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফরে প্রতিনিধিদলের সদস্যরা আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড-এর জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল ও ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

এ ছাড়া সফরকালে বিভিন্ন সামরিক স্থাপনা, প্রতিষ্ঠান পরিদর্শনসহ পেশাগত বিভিন্ন বিষয়ে আলোচনা করার কথা রয়েছে তাদের।

প্রতিনিধিদলটির আগামী ০৬ আগস্ট কাতার ফিরবে বলে জানায় আইএসপিআর।

এআর/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।