রোহিঙ্গা সঙ্কট : আইসিসিতে পর্যবেক্ষণ দিয়েছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:২৩ এএম, ০৮ জুন ২০১৮

রাখাইন থেকে রোহিঙ্গা নিধনের অপরাধে মিয়ানমারের বিরুদ্ধে ঘটনা তদন্তে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) পর্যবেক্ষণ দিয়েছে বাংলাদেশ। আইসিসির অনুরোধে বাংলাদেশে এ পর্যবেক্ষণ সরবরাহ করেছে।

জানা গেছে, রাখাইনে রোহিঙ্গা নিধনের ঘটনায় হেগভিত্তিক আদালত আইসিসির প্রসিকিউটর ফাটু বিনসুদা গত ১৯ এপ্রিল মিয়নমারের বিরুদ্ধে বিচারের আবেদন করেন। সে পরিপ্রেক্ষিতে মিয়ানমারের বিরুদ্ধে মামলা পরিচালনা করার বিষয়ে বাংলাদেশের মতামত চেয়ে চিঠি পাঠায় আইসিসি। আইসিসি ১১ জুনের মধ্যে এ বিষয়ে লিখিতভাবে মতামত জানানোর জন্য বাংলাদেশকে অনুরোধ করে।

বার্তা সংস্থা ইউএনবি পররাষ্ট্রমন্ত্রী এম শাহরিয়ার আলমের বরাত দিয়ে জানান, আইসিসির অনুরোধে বাংলাদেশে সাড়া দিয়েছে এবং তারা যেসব তথ্য জানতে চেয়েছেন বাংলাদেশের অভিজ্ঞা থেকে একটি পর্যবেক্ষণ সরবরাহ করা হয়েছে।

গত বছর ২৫ আগস্ট রাখাইনে নতুন করে সেনা অভিযান শুরুর পর এ পর্যন্ত সাড়ে সাত লাখেরও বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। রোহিঙ্গা গণহত্যার জন্য মালয়েশিয়ায় প্রতীকী আদালতে মিয়ানমারের সেনাবাহিনীকে দোষী সাব্যস্তও করা হয়েছে।

এদিকে বাংলাদেশের মতামতের পরিপ্রেক্ষিতে মিয়ানমারের বিরুদ্ধে আইসিসিতে বিচার প্রক্রিয়া আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

আরএস/এমএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।