মানবাধিকার কমিশন নাশকতামূলক প্রচারণা চালাচ্ছে : পুলিশ
সম্প্রতি বাংলাদেশ মানবাধিকার কমিশন (বামাক) ও অধিকারের একটি রিপোর্টে পুলিশের বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়েছে। বামাক এবং অধিকারের এই রিপোর্টকে ‘বেআইনি ও নাশকতামূলক প্রচারণা’ উল্লেখ করেছে পুলিশ হেডকোয়ার্টার।
রোববার বাংলাদেশ মিডিয়া অ্যান্ড পিআর বিভাগের পুলিশের সহকারী মহাপরিদর্শক (এআইজি) নজরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
রিপোর্টের প্রতিবাদে পুলিশ হেডকোয়ার্টার জানায়, পুলিশ সরাসরি ওই রিপোর্ট প্রত্যাখান ও তীব্র প্রতিবাদ জানাচ্ছে। সংস্থা দুটোর বক্তব্য বাংলাদেশের বিদ্যমান আইনের পরিপন্থী, যা আইনের শাসন এবং বিচার ব্যবস্থাকেই চ্যালেঞ্জ করছে।
পুলিশ হেডকোয়ার্টার আরো জানায়, বিদেশি অর্থায়নে পরিচালিত বিভিন্ন সংস্থার রিপোর্ট এদেশের আইন-শৃংখলা, বিচার ব্যবস্থাকে বিতর্কিতভাবে পৃথিবীর মানুষের সামনে তুলে ধরা হচ্ছে। এতে বিদেশের কাছে বাংলাদেশের ভাবমূর্তি, বিদেশি বিনিয়োগ এবং রাজনৈতিক ও অন্যান্য ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়ে, যা নাশকতামূলক কাজ হিসেবে বিবেচিত বলে দাবি করেছে পুলিশ হেডকোয়ার্টার।
এ ধরনের অপপ্রচার সম্পর্কে সতর্ক থাকার জন্য জনগণকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
এবছরের জুনে মাসে ‘অধিকারের’ প্রকাশিত একটি রিপোর্টে ‘পুলিশের বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের’ বিষয় উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করে। জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষ থেকেও এধরনের হত্যাকাণ্ডের বিরুদ্ধে নানা মন্তব্য করা হয়েছে।
এআর/এসএইচএস/এমআরআই