উন্নয়নের স্বার্থে বিকল্প জ্বালানিতে যেতে হবে
পরিবেশ রক্ষা এবং দেশের উন্নয়নের স্বার্থে আমাদের বিকল্প জ্বালানিতে যেতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। রোববার রাজধানীর হোটেল আমারি’তে এক কর্মশালায় তিনি একথা বলেন। আন্তর্জাতিক দাতা সংস্থা-ইউএসএইড এর আয়োজন করে।
কর্মশালার প্রতিপাদ্য বিষয় ছিলো বিকল্প জ্বালানি। কর্মশালায় ইউএসএইডসহ বিভিন্ন আন্তর্জাতিক দাতা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আতিউর রহমান, আমাদের যত দ্রুত সম্ভব বিকল্প জ্বালানি ব্যবস্থাতে যেতে হবে। উন্নয়নের স্বার্থেই এটি করতে হবে। বিকল্প জ্বালানি লুকায়িত জ্বালানি হিসেবে ব্যবহার হচ্ছে। আমাদের এদিকে যেতে হবে। বিকল্প জ্বালানি যেমন পরিবেশ বান্ধব। তেমনি উন্নয়নের অংশীদার।
তিনি জানান, বাংলাদেশ ব্যাংক সবুজ বিনিয়োগকে গুরুত্ব দিচ্ছে। আমরা ব্যাংকগুলোকে সবুজ বিনিয়োগে উৎসাহিত করছি। সেভাবে তাদের পণ্য বা সেবা নিয়ে আসতে বলা হচ্ছে।
আতিউর রহমান বলেন, তবে আমাদের দেশে সেই পরিমাণ কারিগরি দক্ষতা তৈরি হয়নি। এজন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ বাড়াতে হবে। বাংলাদেশ ব্যাংক টেকসই অর্থায়ন বিভাগ চালু করেছে। এই বিভাগ এসব ক্ষেত্রে আরো অগ্রণী ভূমিকা রাখবে বলে জানান তিনি।
এসএ/এসকেডি/এমআরআই