আইনজীবী সহকারীদের সম্মেলনে থাকবেন সৈয়দ আশরাফ
দেশের আদালতগুলোতে কর্তব্যরত আইনজীবী সহকারীদের (ক্লার্ক) চতুর্থ মহাসম্মেলন ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে সুপ্রিম কোর্ট অঙ্গনে। সম্মেলনে জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
রোববার বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতির সভাপতি মোহাম্মদ নুর মিয়া সাংবাদিকদের এই তথ্য জানান। মন্ত্রী ছাড়াও আইন বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি শ্রী সুরঞ্জিত সেন গুপ্ত এমপি, সরকারের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান। এ ছাড়াও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানা গেছে ।
এর আগে শনিবার আইনজীবী সহকারীদের মহাসম্মেলন বাস্তবায়নের জন্য ০১ আগস্ট শনিবার প্রস্তুতি পরিষদের এক সভা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে দেশের ৬৪ জেলা থেকে প্রায় ছয় শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন। প্রস্তুতি সভায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন প্রধান অতিথি ছিলেন। সভায় সমিতির চতুর্থ মহাসম্মেলন বাস্তবায়নে বাংলাদেশ আইনজীবী সহকারী সভাপতি মোহাম্মদ নুর মিয়াকে আহ্বায়ক ও সমিতির সাধারণ সম্পাদক হারুন-অর রশিদ ভূইয়াকে সদস্য সচিব করে ১২টি উপ-কমিটি গঠন করা হয়।
এফএইচ/এআরএস/এমএস