চলন্ত বাসে ঢাবি ছাত্রীর চেইন ছিনতাই, গণপিটুনি

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০১:৪১ এএম, ০৪ জুন ২০১৮

রাজধানীর নিউ মার্কেট এলাকায় চলন্ত বাসের জানালা দিয়ে যাত্রীর গলার চেইন ছিনতাইয়ের সময় গণপিটুনির শিকার হয়েছে রনি (২৭) নামে এক যুবক। রোববার বিকেলে বলাকা সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটেছে। পরে ছিনতাইকারী রনিকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চলন্তবাসে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী সুমি খাতুনের গলার চেইন বাইরে থেকে জানালা দিয়ে ছিনতাই করার চেষ্টা করে রনি। এ সময় ছাত্রীর চিৎকারে অাশপাশের লোকজন তাকে ধাওয়া দিয়ে অাটক করে গণপিটুনি দেয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যায়।

নিউ মার্কেট থানার উপ-পরিদর্শক (এসঅাই) মহিদুল ইসলাম জাগো নিউজকে জানান, তাকে (রনি) অাটক করার পর ঢামেকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেও কোন চেইন পাওয়া যায়নি। পরে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করলে মুখের ভেতর থেকে সে চেইন বের করে দেয়।

এসএইচ/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।