মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএনসিসির অভিযান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:১৬ পিএম, ০৩ জুন ২০১৮

অবৈধ স্থাপনা উচ্ছেদে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

রোববার ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারের নেতৃত্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

media

অভিযানকালে মিরপুরের সেকশন-১১, পল্লবী, এভিনিউ ৫ এর ৬টি বাইলেনে ২৫০টি স্থায়ী স্থাপনার বর্ধিত অংশ হিসেবে অবৈধভাবে নির্মিত সীমানাপ্রাচীর, নিরাপত্তা প্রহরী কক্ষ, সিঁড়ি, দেয়াল উচ্ছেদ করে প্রায় ৬০ হাজার বর্গফুট এলাকা মুক্ত করা হয়।

সাজিদ আনোয়ার বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।

media

অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনাকালে অন্যান্যর মধ্যে ওয়ার্ড কাউন্সিলর কাজী জহিরুল ইসলাম মানিক, অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সেলিম ফকির উপস্থিত ছিলেন।

এএস/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।