এমপিদের জন্য চালু হচ্ছে বাজেট হেল্প ডেস্ক

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০৯ পিএম, ০৩ জুন ২০১৮

আসন্ন বাজেট সম্পর্কে জানতে ও সংসদে এ নিয়ে আলোচনায় সহযোগিতা দিতে এমপিদের জন্য জাতীয় সংসদে চালু হচ্ছে বাজেট ইনফরমেশন হেল্প ডেস্ক। ৪ জুন থেকে চালু হবে এ ডেস্ক।

সংসদ সচিবালয়ের আয়োজনে এবং বাজেট অ্যানালাইসিস অ্যান্ড মনিটরিং ইউনিট (বিএএমইউ) এর সহযোগিতায় সংসদ ভবনের উত্তর-পূর্ব ব্লকের ৩য় লেভেলে অবস্থিত নোটিশ অফিসের সামনে এই ডেস্ক চালু করা হচ্ছে।

সংসদ সদস্যদের বাজেট বক্তব্যে সহযোগিতা দিতে সংসদ সচিবালয় প্রতি বছরের মতো এ বছরও এই উদ্যোগ নিয়েছে। সংসদে বক্তব্য প্রদানের পূর্বে সংসদ সদস্যরা এ হেল্প ডেস্ক থেকে গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত সংগ্রহ করতে পারবেন। বাজেট বিষয়ে তথ্যবহুল, গঠনমূলক ও প্রাণবন্ত আলোচনায় এই বাজেট হেল্প ডেস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

৫ জুন জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে। চলমান জাতীয় সংসদের ২১তম এ অধিবেশন বেলা ১১টায় শুরু হবে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ৭ জুন সংসদে বাজেট পেশ করবেন। এবার প্রায় ৪ লাখ ৭০ হাজার কোটি টাকার বাজেট পেশ করবেন তিনি। ৩০ জুন বাজেট পাস হবে।

এইচএস/এমআরএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।