ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:১৫ পিএম, ০২ জুন ২০১৮
ফাইল ছবি

রাজধানীর ধানমন্ডি আবাহনী মাঠের পাশে পরিত্যক্ত একটি ককটেলের বিস্ফোরণের ঘটেছে। এ সময় সেখান থেকে আরও ৪টি ককটেল অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুরে ককটেল বিস্ফোরণের খবরে ডিএমপি'র বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে পৌঁছে অবিস্ফোরিত অবস্থায় চারটি ককটেল উদ্ধার করে।

ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ জানান, স্কচটেপে মোড়ানো অবস্থায় ককটেলগুলো আবাহনী মাঠের পাশে ফুটপাতে পড়েছিল। দুপুর তিনটার দিকে একটি ককটেল বিস্ফোরণের খবরে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। পরে ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ দল আরও চারটি ককটেল উদ্ধার করে। পরে বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়।

জেইউ/ওআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।