বিআরটিএর সিল জালিয়াতি করে বিক্রি হচ্ছে চোরাই মোটরসাইকেল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০৬ পিএম, ৩১ মে ২০১৮

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সিল জালিয়াতি করে চোরাই মোটরসাইকেলের কাগজপত্র তৈরি করছে একটি সিন্ডিকেট। নকল কাগজপত্রে চোরাই মোটরসাইকেল বিক্রি করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে চক্রটি।

বুধবার দিবাগত রাতে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা পশ্চিম বিভাগের একটি টিম রাজধানীর আদাবর, মোহাম্মদপুর ও তেজগাঁও থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ মোটরসাইকেল চোরাই চক্রের তিন সদস্যকে গ্রেফতার করে।

fraud

গ্রেফতাররা হলেন- ইমরান তালুকদার, জাহাঙ্গীর হোসেন ও মো. আকরাম। এ সময় তাদের কাছ থেকে ১৮ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান যুগ্ম পুলিশ (ডিবি) কমিশনার মো. আবদুল বাতেন।

fraud

তিনি বলেন, চক্রের সদস্যরা দীর্ঘদিন যাবত বিআরটিএর কর্মকর্তাদের সিল জালিয়াতি করে চোরাই মোটরসাইকেলের নকল কাগজপত্র তৈরি করে আসছিল। একপর তারা চোরাইকৃত মোটারসাইকেলগুলো দেশের বিভিন্ন স্থানে বিক্রি করতো। চুরির কৌশল হিসেবে তারা মোটরসাইকেলসহ চালক কোথায় যায়, কী করে, সবকিছু অনুসরণ করত। অনুসরণের একপর্যায়ে সুযোগ বুঝে তারা মোটরসাইকেল চুরি করে নিয়ে যেত। চুরি করতে তাদের সর্বোচ্চ ২-৩ মিনিট সময় লাগে বলে গ্রেফতারকৃতরা জানায়।

fraud

জনসাধারণের প্রতি আহ্বান জানিয়ে আবদুল বাতেন বলেন, যারা ব্যবহৃত মোটরসাইকেল কিনবেন, তারা কেনার আগে অবশ্যই মোটরসাইকেলের কাগজপত্র যাচাই করে নেবেন। কারও মোটরসাইকেল হারালে বা চুরি হলে নিকটতম থানায় মামলা করে ডিএমপির ডিবি পুলিশের সঙ্গে যোগাযোগ করলে আমরা আপনাকে সাহায্য করব।

ডিবি পুলিশের উদ্ধার করা ১৮টি চোরাই মোটরসাইকেলের নম্বর –

১। ঢাকা মেট্রো- ল- ২১-২০৩৬ (ফেজার) চেসিস নং- ২৬E১১২০০০৯৩ ইঞ্জিন নং ২CL১০০১০৬৪.
২। ঢাকামেট্রো-ল-১৫-১৫১১ (এফজেড) চেসিসনং-ME ১২১C০২২২৩এ৩৬৭৯৯, ইঞ্জিননং-২১C২০৩৬৭৮০.
৩। ঢাকা মেট্রো-ল-১৫-৮৩১৯ (পালসার) চেসিসনং-MD২DHDZZRCG১৮৩৮৯, ইঞ্জিননং- DHGRGZ১৯৩১.
৪। ঢাকা মেট্রো-ল-২৩-৭০২১ সাদা রংয়ের (ফেজার) চেসিস নং-২০L১১৩০১৮২০, ইঞ্জিননং- ২CL১০০২৯৬১.
৫। ঢাকা মেট্রো-ল-২৫-২৫৩০ (এফজেড-এস), চেসিস নং-ME১২১C০৬৪B২০৪৫৯১৫ ইঞ্জিন নং-২১C৬০৪৫৯১৭.
৬। ঢাকা মেট্রো- ল- ১৩-৮২৫১ (নীল রংয়েরপালসার) চেসিস নং-MD২DHDHZZTCB১৪১৭৭ ইঞ্জিননং DHGBTB১৩১৭১.
৭। ঢাকা মেট্রো-ল-২১-০২৫১ (এফজেডএস) চেসিসনং- ME০৭১০২০৩৭৭৮২, ইঞ্জিন নং-৪৫S৭০৩৭৭৯৫,
৮। ঢাকা মেট্রো-ল-১৯-১৮৪৯ (সিলভার রংয়ের এপাচি আরটিআর) চেসিসনং- ME৬২৪HG৪৪B২K০৫৯৪৯,ইঞ্জিননং- C১MLLG১৬৩২০.
৯। ঢাকা মেট্রো-ল-১৩-৪৬০৯ (লাল রংয়ের পালসার) চেসিসনং- MD২০HDJ৭৭SD১১০৩৫২৬, ইঞ্জিননং- DJGBSH১৯০০৪.
১০। ঢাকা মেট্রো-ল-২৫-৯৮৪৭ (লাল রংয়ের ইয়ামাহা গ্ল্যাডিয়েটর) চেসিসনং- ৫P৪২০০৪১৬৬ ইঞ্জিননং- অস্পষ্ট.
১১। ঢাকা মেট্রো-ল-১৪-২৩৩৭ (কালো রংয়ের পালসার) চেসিসনং- MD২DHDHZZTCA৭৬০৮০, ইঞ্জিন নং-BHGBTA৬৩৮৭৯.
১২। ঢাকা মেট্রো-ল-১৭-৭৯৬৯ (কালো রংয়েরএফজেডএস) চেসিসনং- ME১২১C০৬৪B২০৪৬০৬৫, ইঞ্জিননং- ২১C৬০৪৬০৮৫.
১৩। ঢাকা মেট্রো-ল-২১-৯৩৭৭ (কালো রংয়ের পালসার মোটরসাইকেল) চেসিস নং-MD২A১১০২৭০, ইঞ্জিননং- অস্পষ্ট
১৪।ভোলা-ল-১১-০৫৫৪ (ইয়ামাহা আরওয়ানফাইভ) চেসিস নং-MEIRG০৬১৯E০০২০১৮০ ইঞ্জিননং- G৩C৭E০০২০২২.
১৫। ঢাকা মেট্রো-ল-১৯-১১৩৫ পালসার মোটরসাইকেল চেসিস নং-MD২DHDHZZUCC৮৪৫৭১ ইঞ্জিননং- অস্পষ্ট.
১৬। ঢাকা মেট্রো-ল-১১-২৪৩০ (লাল রংয়ের এফজেড) চেসিসনং-অস্পষ্ট ইঞ্জিন নং- ৪৫S৪০০১৫০৪১৭.
১৭। ঢাকা মেট্রো-ল-২১-১৫০৮ (লাল রংয়ের হাঙ্ক) চেসিস নং-MBLKC১৩FCGF০০০৮৯ ইঞ্জিননং- KC১৩EECGF০০২৩৯.
১৮। ঢাকা মেট্রো-ল-২৫-৬৬৬৬ (কালো রংয়ের এফজেড) চেসিস নং-২CL৩১৪০৪৩৯৪ ইঞ্জিননং- ২CL৩০০১২৪৮.

জেইউ/জেডএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।