মাদকবিরোধী অভিযানে উত্তরায় গ্রেফতার ৩১

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১৫ পিএম, ২৯ মে ২০১৮
প্রতীকী ছবি

রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৩১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। উদ্ধার করা হয় ৫ কেজি ১০০ গ্রাম গাঁজা ও ৫১০০ পিস ইয়াবা।

চলমান মাদকবিরোধী অভিযানের পাশাপাশি জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মঙ্গলবার উত্তরার বাউনিয়া এলাকায় এ অভিযান চালানো হয়।
সংশ্লিষ্ট থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ, স্পেশাল আর্মড ফোর্স ও ডগ স্কোয়াড অভিযানে অংশ নেয়। অভিযানে মাদক বিক্রি ও সেবনের দায়ে পুলিশ ৩১ জনকে গ্রেফতার করা হয়।

ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে গত ২৪ মে ফার্মগেট আনন্দ সিনেমা হলের সামনে, ‘মাদক পরিহার করুন, নিজে বাঁচুন, আগামী প্রজন্মকে বাঁচান’ এই স্লোগানকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে মাদকবিরোধী কার্যক্রমের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

জেইউ/জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।