খিলক্ষেতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২৫ পিএম, ২৯ মে ২০১৮

রাজধানীর খিলক্ষেতের ১৭ নম্বর ওয়ার্ড এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)। মঙ্গলবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারের নেতৃত্বে এই এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে ২০টি সীমানা প্রাচীর, ১৫০টি স্থায়ী স্থাপনায় অবৈধভাবে নির্মিত বর্ধিত শেড, সিঁড়ি, দেয়াল ইত্যাদি এবং ৫০টি অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করে প্রায় ৫০ হাজার বর্গফুট এলাকা উদ্ধার করা হয়।

Dncc1

এছাড়া খিলক্ষেত মান্নান প্লাজা-নামাপাড়া-লেকসিটি কনকর্ড-ভুলুয়া ব্রিজ এলাকায় রাস্তা, ড্রেন, ফুটপাতের উন্নয়ন কার্যক্রম চলমান রাখার স্বার্থে এই অভিযান পরিচালনা করা হয় জানিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে।

অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনার সময় অন্যান্যের মধ্যে ওয়ার্ড কাউন্সিলর ডা. জিন্নাত আলী, অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এএস/এমআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।