বঙ্গবন্ধুর ম্যুরালে প্রতিদিন সন্ধ্যায় ৪০টি মোমবাতি প্রজ্জ্বলন


প্রকাশিত: ১১:৫৬ এএম, ০১ আগস্ট ২০১৫

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে প্রতিদিন সন্ধ্যায় ৪০টি করে মোমবাতি প্রজ্জ্বলন করবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। জাতির জনকের ৪০তম শাহাদৎবার্ষিকী, জাতীয় শোক দিবস ও শোকের মাস আগস্ট উপলক্ষে নেয়া মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

কর্মসূচির প্রথম দিন শনিবার সকালে উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, চিকিৎসক, কর্মকর্তা, নার্স, টেকনোলজিস্ট ও কর্মচারীবৃন্দের নেতৃত্বে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অপর্ণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

এসময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খানসহ আরো উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. মো. রুহুল আমিন মিয়া, বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, প্রিভেনটিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. আলী আসগর মোড়ল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. আসাদুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ডা. হাবিবুর রহমান দুলাল প্রমুখ।

এসময় উপাচার্য বিশ্ববিদ্যালয়ে কর্মরত সকলের উদ্দেশ্যে বলেন, যথাযথ দায়িত্ব পালন ও সেবার মাধ্যমেই বঙ্গবন্ধুর প্রতি সঠিকভাবে শ্রদ্ধা নিবেদন করা সম্ভব। তিনি বলেন, আজ থেকে পুরো আগস্ট মাস জুড়ে সন্ধ্যায় ৪০টি করে মোমবাতি বঙ্গবন্ধুর ম্যুরালে প্রজ্জ্বলন করা হবে। এছাড়া মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জাতীয় শোকের মাসে আলোচনা সভা, বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানসহ নানা কর্মসূচি পালন করা হবে।   

এমইউ/এসএইচএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।