‘বন্দুকযুদ্ধ হচ্ছে না, নিরপরাধ মানুষও ধরছি না’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১০ পিএম, ২৮ মে ২০১৮

স্বরাষ্ট্রমন্ত্রী অাসাদুজ্জামান খান কামাল বলেছেন, মাদকবিরোধী অভিযানে কোনো নিরপরাধ মানুষকে আমরা ধরছি না। কোনো বন্দুকযুদ্ধও হচ্ছে না। কোনো নিরপরাধীকে নয় শুধুমাত্র তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীদের আইন-শৃঙ্খলা বাহিনী ধরছে।

সোমবার রাজধানীর গুলিস্তানে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দফতরে আয়োজিত ইফতার পূর্ব এক অনুষ্ঠানে একথা বলেন তিনি।

অ্যাম্বুলেন্স সেবা সার্ভিস সম্প্রসারণ এবং ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদকবিরোধী অভিযানে আমাদের জয়ী হতেই হবে। অভিযানে যারা আত্মসমর্পণ করেছেন, নিরাপত্তা বাহিনী গেলেই তারা সম্মুখে আসছেন। নিরাপরাধী হলে তাদের ছেড়ে দেয়া হচ্ছে। অপরাধী হলে মোবাইল কোর্টের মাধ্যমে ৭ দিন থেকে ৬ মাসের কারাদণ্ডিত হচ্ছেন। এ পর্যন্ত প্রায় ১২ হাজার কারান্তরীণ হয়েছেন। আমাদের জেলখানার ক্যাপাসিটির প্রায় তিনগুণের বেশি কারান্তরীণ হয়েছেন। এর ৩০ শতাংশই মাদকে অভিযুক্ত কিংবা মাদকে জড়িত থাকায় সাজাপ্রাপ্ত ও ট্রায়ালের অপেক্ষামাণ রয়েছেন।

তিনি বলেন, ‘অভিযানে কোনো ক্রসফায়ার কিংবা মানুষ হত্যা হচ্ছে না। মানুষ হত্যা করার কোনো পরিকল্পনা সরকারের নেই।’

জেইউ/জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।