কৌশলে ইফতারে ঘুমের ওষুধ খাওয়ান তারা
রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অজ্ঞান পার্টির ৩২ জন এবং ২৯ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। অজ্ঞান পার্টির সদস্যরা জানিয়েছেন, ইফতারের সময় গণপরিবহনে থাকা সরল যাত্রীদের টার্গেট করে তাদের ইফতারে চা, ডাব, পানি ও জুসে চেতনানাশক ওষুধ মিশিয়ে তাদের অজ্ঞান করে সর্বস্ব লুটে নেয়া হয়।
এ বিষয়ে শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার দেবদাস ভট্টাচার্য বলেন, ‘গত ২৪ ঘণ্টার অভিযানে ছিনতাইকারী ও অজ্ঞান পার্টির মোট ৬১ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।‘
তিনি বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত অজ্ঞান পার্টির সদস্যরা জানিয়েছেন, রাজধানীতে সরল ও নিরীহ যাত্রীদের টার্গেট করে তাদের সাথে কৌশলে আলাপচারিতার মাধ্যমে ইফতারির খাদ্যদ্রব্যসহ চা, ডাব, পানি ও জুস ইত্যাদি বিভিন্ন খাবার খাওয়ার অনুরোধ করেন তারা। এতে যাত্রীরা রাজি হলে তাদের ট্যাবলেট মিশ্রিত চা, ডাব, পানিও জুস ইত্যাদি খাওয়ানো হয়। খাবার খেয়ে যাত্রীরা অজ্ঞান হলে তারা যাত্রীদের সঙ্গে থাকা টাকা ও মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যান।‘
অজ্ঞান পার্টির সদস্যদের শ্যামলী, জুরাইন, কমলাপুর ও নিউমার্কেট থেকে গ্রেফতার করা হয়।
ডিবির প্রধান আরও বলেন, ‘গুলিস্তান, নিউমার্কেট, শাহবাগ থেকে গ্রেফতারকৃত ছিনতাইকারীরা দেশের বিভিন্ন স্থান থেকে আসা যাত্রীদের এবং মার্কেটে আসা ক্রেতাদের সুকৌশলে ও সরলতার সুযোগ নিয়ে নাক, মুখ ও চোখে চেতনানাশক মলম লাগিয়ে তাদের নিকট হতে মোবাইল, ব্যাগ ও স্বর্ণালংকার ছিনিয়ে নেন।’
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৯২টি লেক্সোটেনিল ও ৪০টি লুজিকাম চেতনানাশক ট্যাবলেট এবং ২টি ঝান্ডু বামসহ একাধিক মলমের কৌটা উদ্ধার করা হয়।
ডিবির পূর্ব, পশ্চিম ও দক্ষিণ বিভাগ, সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ গ্রেফতার অভিযানে অংশ নেয়।
এআর/এসআর/এমএস