ডি.লিট ডিগ্রি অর্জন করায় শেখ হাসিনাকে মমতার অভিনন্দন
পশ্চিমবঙ্গের কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টর অব লিটারেচার (ডি. লিট) ডিগ্রি অর্জন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কলকাতায় হোটেল তাজ বেঙ্গলে শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে মুখ্যমন্ত্রী তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পশ্চিমবঙ্গ সফর এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ও কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেয়ায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তাকে ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আর্থ-সামাজিক ক্ষেত্রে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নে ভূয়সী প্রশংসা করেন মমতা।
প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের দৃষ্টান্তমূলক উন্নয়ন বিশেষ করে আসানসোলে নজরুল বিশ্ববিদ্যালয় ও কাজী নজরুল বিমানবন্দর স্থাপনের জন্য মমতা ব্যানার্জির প্রশংসা করেন।
আরএস/জেআইএম