শেওড়াপাড়ায় পরিত্যক্ত অবস্থায় নবজাতক উদ্ধার

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫৬ এএম, ২৭ মে ২০১৮

 

রাজধানীর শেওড়াপাড়া এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি ছেলে নবজাতককে জীবিত উদ্ধার করেছে পুলিশ।

শনিবার রাত ৮টার দিকে শেওড়াপাড়ার গ্রিন ইউনিভার্সিটির সামনে নির্মাণাধীন মেট্রোরেলের ফাঁকা জায়গায় থেকে নবজাতকটিকে উদ্ধার করে কাফরুল থানা পুলিশ। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক ওয়ার্ডে ভর্তি করা হয়।

শিশুটির অানুমানিক বয়স ১০ থেকে ১২ দিন। তার ওজন ৩ কেজি ৮শ গ্রাম।

কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) পুলক কুমার মজুমদার জানান, খবর পেয়ে শেওড়া পাড়া গ্রিন ইউনিভার্সিটির সামনে নির্মাণাধীন মেট্রোরেলের খালি জায়গায় টাওয়ালে মোড়ানো একটি ছেলে নবজাতককে উদ্ধার করা হয়। পরে নবজাতকটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়।

নবজাতকটি এখন সুস্থ রয়েছে বলে জানান তিনি।

এসএইচ/এমবিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।