এক হাজার পুলিশ নিয়ে মহাখালীতে মাদকবিরোধী অভিযান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:২০ পিএম, ২৬ মে ২০১৮

রাজধানীর মহাখালীর কড়াইল বস্তি ও কমলাপুরে মাদকবিরোধী অভিযান চলছে। শনিবার সন্ধ্যার পর থেকে শুরু হয় এই অভিযান।

মহাখালীর অভিযানে ডিএমপির এক হাজারের বেশি পুলিশ সদস্য রয়েছে। আর কমলাপুরের টিটি পাড়ায় অভিযানের নেতৃত্ব দিচ্ছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান।

jagonews24

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেন, সর্বশেষ শনিবার রাত ১১টা পর্যন্ত মহাখালী ও কমলাপুর থেকে মোট ৫২ জনকে আটক করা হয়েছে। ৩০ হাজার পিস ইয়াবা ও ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। অভিযান এখনো চলছে।

তিনি আরও বলেন, কড়াইলের অভিযানে এক হাজার ডিএমপির সদস্য, গুলশান থানা পুলিশ, কাউন্টার টেররিজম এবং মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা রয়েছেন।

এআর/এমবিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।