যাত্রাবাড়ীতে ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক ঢামেক
প্রকাশিত: ১০:১৪ পিএম, ২৬ মে ২০১৮

রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় নির্মাণাধীন ভবনের সাত তলা থেকে পড়ে মোবারক হোসেন (৩৫) নামের এক শ্রমিক মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন মাইনুল ইসলাম (২৪) নামের অপর এক শ্রমিক। শনিবার বিকেল ৩টার দিকে কাজ করার সময় বাঁশের মাচাং ছিঁড়ে এ দুর্ঘটনা ঘটে। পরে অন্য সহকর্মীরা তাদের উদ্ধার করে বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মোবারককে মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী রফিক জানান, বিকেলে তারা ওই ভবনের সাত তলার বাইরের অংশে মাচাং বেঁধে সিমেন্টের আস্তর লাগাচ্ছিলেন। এ সময় হঠাৎ মাচাং ছিঁড়ে নিচে পড়ে যান মোবারক ও মাইনুল ইসলাম। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মোবারককে মৃত ঘোষণা করেন। ঢামেকের ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই মো. বাচ্চু মিয়া জানান, নিহত শ্রমিকের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। অাহত ব্যক্তিকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।

এসএইচ/ওআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।