রাজধানীর ১৪ প্রবেশ পথে সিসি ক্যামেরা


প্রকাশিত: ০১:১৮ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৪

পূজা ও ঈদে নিরাপত্তার জন্য রাজধানীর ১৪টি প্রবেশ পথে সিসি ক্যামেরা বসানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে তিনি এ কথা জানান।

এছাড়া চুরি-ডাকাতি রোধে দোকান মালিকদেরও সিসি ক্যামেরা বসানোর অনুরোধ জানান তিনি।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, রাজধানীসহ সারাদেশে বাড়তি নিরাপত্তায় বিজিবিকে সতর্ক রাখা হবে। মহাসড়কে চাঁদাবাজি, ছিনতাই, দুর্ঘটনা, যানজট ঠেকাতে বসানো হবে ওয়াচ টাওয়ার। হাইওয়ে পুলিশও যানজট নিরসনে কাজ করছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।