বাজার মনিটরিংয়ে ডিএনসিসির অভিযান-জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:০৭ পিএম, ২৪ মে ২০১৮

পবিত্র রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখা, অবৈধ দখল উচ্ছেদ ও নিরাপদ খাদ্য নিশ্চিতের লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

বৃহস্পতিবার মোহাম্মদপুর টাউন হল কাঁচা বাজার ও শ্যামলীতে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। নির্বাহী ম্যজিস্ট্রেট মো সাজিদ আনোয়ারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে মোহাম্মদপুর কাঁচা বাজারে দ্রব্য মূল্যের তালিকা জনসমক্ষে প্রদর্শন না করা এবং অতিরিক্ত মূল্যে বিক্রয়ের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী তিনটি সবজি ও তিনটি মুদি দোকানকে মোট ৬০ হাজার টাকা (প্রত্যেককে ১০ হাজার) জরিমানা আদায় করা হয়। এ ছাড়া ফুটপাত ও পথচারী চলাচলের রাস্তা দখল করে ব্যবসা পরিচালনার অপরাধে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন ২০০৯ অনুযায়ী দুই ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

DNCC-BAzar-1

অন্যদিকে শ্যামলীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির অপরাধে মুসলিম সুইটস ও কাঁচা লংকা রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যজিস্ট্রেট মো. সাজিদ আনোয়ারের বলেন, ডিনসিসিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

এএস/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।