বাজার মনিটরিংয়ে ডিএনসিসির অভিযান-জরিমানা
পবিত্র রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখা, অবৈধ দখল উচ্ছেদ ও নিরাপদ খাদ্য নিশ্চিতের লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।
বৃহস্পতিবার মোহাম্মদপুর টাউন হল কাঁচা বাজার ও শ্যামলীতে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। নির্বাহী ম্যজিস্ট্রেট মো সাজিদ আনোয়ারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে মোহাম্মদপুর কাঁচা বাজারে দ্রব্য মূল্যের তালিকা জনসমক্ষে প্রদর্শন না করা এবং অতিরিক্ত মূল্যে বিক্রয়ের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী তিনটি সবজি ও তিনটি মুদি দোকানকে মোট ৬০ হাজার টাকা (প্রত্যেককে ১০ হাজার) জরিমানা আদায় করা হয়। এ ছাড়া ফুটপাত ও পথচারী চলাচলের রাস্তা দখল করে ব্যবসা পরিচালনার অপরাধে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন ২০০৯ অনুযায়ী দুই ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে শ্যামলীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির অপরাধে মুসলিম সুইটস ও কাঁচা লংকা রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যজিস্ট্রেট মো. সাজিদ আনোয়ারের বলেন, ডিনসিসিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
এএস/এএইচ/পিআর