রাজধানীতে আনসার-আল-ইসলামের ৭ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:২৩ পিএম, ২৪ মে ২০১৮
ছবি-প্রতীকী

রাজধানীর বিভিন্ন স্থান থেকে আনসার-আল-ইসলামের সাত সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে বলে দাবি করেছে এলিট ফোর্স র‌্যাব।

র‌্যাব-৩ ব্যাটালিয়নের একাধিক দল অভিযান চালিয়ে বিস্ফোরক, বোমা তৈরির সরঞ্জাম ও উগ্রবাদী বইসহ তাদের আটক করে।

র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৪টায় কারওয়ানবাজারের র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

প্রসঙ্গত, জঙ্গি সংগঠন আনসার-আল-ইসলামকে ২০১৭ সালের ৫ মার্চ নিষিদ্ধ ঘোষণা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনও জারি করা হয়। তাতে বলা হয়, সংগঠনটির কার্যক্রম দেশের শান্তি-শৃঙ্খলাপরিপন্থী। ইতোমধ্যে সংগঠনটির কার্যক্রম জননিরাপত্তার জন্য হুমকি বলে বিবেচিত হয়েছে।

আল-কায়েদার বাংলাদেশ শাখা দাবি করে ব্লগার হত্যার দায় স্বীকারকারী ‘আনসার-আল-ইসলাম’ হচ্ছে আনসারুল্লাহ বাংলা টিমেরই নতুন নাম।

জেইউ/এমএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।