কানাডিয়ান আদালত বিএনপিকে সঠিকভাবেই মূল্যায়ন করেছে : জয়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০৪ পিএম, ২৩ মে ২০১৮
ছবি-ফাইল

কানাডিয়ান আদালত বিএনপিকে সঠিকভাবেই বারবার মূল্যায়ন করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

বুধবার নিজ ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা লিখেছেন।

JOY

একটি সংবাদ শেয়ার করে তার সঙ্গে লিখেছেন, ‘২০১৩ ও ২০১৫ সালে বিএনপি-জামাত যাত্রীবাহী পরিবহনে নিরীহ জনগণের ওপর নির্বিচারে অগ্নিসন্ত্রাস চালায়। বাস, ট্রেন, গাড়ি ও অটোরিকশায় তাদের পেট্রল বোমা আক্রমণে নিহত হয় শত শত নারী, পুরুষ ও শিশু। আরও হাজারো মানুষজন আহত হয়, যাদের মধ্যে অনেকেই আজীবনের জন্য পঙ্গু হয়েছেন।’

তিনি আরও লিখেছেন, ‘অন্য যেকোনো দেশেই বিএনপিকে একটি সন্ত্রাসী সংগঠন আখ্যায়িত করে তাদের সব সদস্যদের জেলে ভরা হতো। কানাডিয়ান আদালত তাদেরকে সঠিকভাবেই বারবার মূল্যায়ন করেছে : একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে।’

এইউএ/জেএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।