মীনা বাজারকে ২ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১৫ পিএম, ২৩ মে ২০১৮

নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে মাংস বিক্রি এবং বিএসটিআই এর অনুমোদনবিহীন জুস বিক্রির দায়ে রাজধানীর শান্তিনগরে মীনা বাজারকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র ভ্রাম্যমাণ আদালত।

ডিএমপি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মশিউর রহমান-এর নেতৃত্বে ডিবির একটি দল অভিযান চালায়।

Meena-Bazar

মশিউর রহমান বলেন, রমজানে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে গরুর মাংস বিক্রয়ের অভিযোগে এক লাখ টাকা আর বিএসটিআই এর অনুমোদনবিহীন জুস বিক্রির দায়ে আরও এক লাখ টাকা জরিমানা করা হয়।

উল্লেখ্য, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মাংস ব্যবসায়ী সমিতির বৈঠক করে রোজায় মাংসের দাম নির্ধারণ করেছে। নতুন নির্ধারিত দাম অনুযায়ী, দেশি গরুর প্রতি কেজি ৪৫০ এবং বিদেশি গরুর ৪২০ টাকা করা হয়। এছাড়া খাসির মাংস প্রতি কেজি ৭২০, মহিষের মাংস ৪২০ এবং ভেড়া ও ছাগির মাংস ৬০০ টাকা নির্ধারণ করা হয়।

এআর/জেএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।