খাবারে তেলাপোকা : বাবুর্চি ও কড়াই গোস্তকে ৩ লাখ টাকা জরিমানা
খাবারে তেলাপাকা, পঁচা-বাসি খাবার বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অভিযোগে কড়াই গোস্ত ও বাবুর্চি রেস্টুরেন্টকে তিন লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
বুধবার রাজধানীর ধানমন্ডির ঝিগাতলা এলাকায় এ বিশেষ অভিযান চালানো হয়।
অভিযানের তদারকি করেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (উপসচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার। অভিযান পরিচালনা করেন অধিদফতরের ঢাকা জেলা অফিসের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক রজবী নাহার রজনী। সার্বিক সহযোগিতা করেন আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)-১ ও ১১ এর সদস্যরা।
আব্দুল জব্বার মণ্ডল জাগো নিউজকে বলেন, অভিযানে নামকরা রেস্টুরেন্ট কড়াই গোস্তকে পঁচা-বাসি, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করতে দেখা যায়। এছাড়া তাদের খাবারে তেলাপোকা পাওয়া যায়। এসব অভিযোগে কড়াই গোস্তকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। একই অভিযোগে বাবুর্চি রেস্টুরেন্টকেও দেড় লাখ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে ক্রেতাদের সঙ্গে প্রতারণা বন্ধের জন্য দুটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।
এসআই/জেএইচ/আরআইপি