ইসরাইলি বসতি স্থাপনকারীদের দেয়া আগুনে ফিলিস্তিনি শিশুর মৃত্যু


প্রকাশিত: ১২:৪১ পিএম, ৩১ জুলাই ২০১৫

পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারীদের দেয়া অগ্নিকাণ্ডে ১৮ মাস বয়সী এক ফিলিস্তিনি শিশু মারা গেছে। একই ঘটনায় শিশুটির বাবা-মাও আহত হয়েছেন। শুক্রবার ফিলিস্তিনের নিরাপত্তা কর্মকর্তারা এ কথা জানান।
 
ফিলিস্তিনি সূত্রে জানা গেছে, চার ইসরাইলি বসতি স্থাপনকারী একটি ফিলিস্তিনি গ্রামের প্রবেশ পথে একটি বাড়িতে আগুন ধরিয়ে এবং একটি দেয়ালে বিভিন্ন কুৎসামূলক লেখা লিখে পার্শ্ববর্তী বসতিতে পালিয়ে যায়।

উগ্র-ডানপন্থী ইসরাইলি কর্মীরা ফিলিস্তিনি ও আরব ইসরাইলিদের ওপর দীর্ঘদিন ধরেই সহিংসতা চালিয়ে আসছে। এ ছাড়াও তারা খ্রিষ্টান ও মুসলিম উপসনালয়েও হামলা চালায়। এমনকি ইসরাইলি সৈন্যদের ওপর হামলা চালায়।

ইসরাইলি পুলিশের নারী মুখপাত্র লুবা সামরি বলেন, ‘উগ্র-জাতীয়তাবাদী উদ্দেশ্য নিয়ে এই হামলা করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।’

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, ‘প্রাথমিক তদন্ত শেষে জানা গেছে যে, ভোর বেলা সন্দেহভাজনরা গ্রামে প্রবেশ করে বাড়িঘরে আগুন ধরিয়ে দেয় এবং বাড়িগুলোর দেয়ালে হিবরুতে কুৎসামূলক লেখা লিখে।’

বিবৃতিতে আরো বলা হয়, ‘আইডিএফ বাহিনী সন্দেহভাজন হামলাকারীদের শনাক্ত করতে কাজ করে যাচ্ছে।’

একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।