চারঘাটে নদী ভাঙনের কবলে বিজিবি ক্যাম্প


প্রকাশিত: ১১:৫৪ এএম, ৩১ জুলাই ২০১৫

রাজশাহীতে টানা বৃষ্টিপাতে পদ্মা নদীতে হু হু করে বাড়ছে পানি। আর নদীতে পানি বাড়ায় রাজশাহীর চারঘাট উপজেলার ইউসুফপুরে প্রায় ২ কিলোমিটার এলাকা জুড়ে পদ্মার পাড়ে ভাঙন দেখা দিয়েছে। ফলে হুমকির মুখে রয়েছে পদ্মা নদী সংলগ্ন ইউসুফপুর বিজিবি ক্যাম্প ও ইউসুফপুর কৃষি প্রাথমিক। বর্তমানে ভাঙন কবলিত স্থানে বাঁশের পাইলিং, মাটি ভরাট ও জিও ব্যাগ বিছানোর কাজ শুরু হয়েছে।

তবে এলাকাবাসীর অভিযোগ, পদ্মা নদীতে ভাঙন শুরু হওয়ার আগে থেকে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ ঝুঁকিপূর্ণ এলাকাগুলি পরিদর্শন করলেও, তাদের পক্ষ থেকে নেয়া হয়নি কোন ধরনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তাই এই এলাকায় অবস্থানকারী সারদা পুলিশ ট্রেনিং সেন্টার ও ক্যাডেট কলেজও রয়েছে হুমকির মুখে। সকালে সরোজমিনে গিয়ে নদী ভাঙন কবলিত এলাকা ঘুরে এ ধরনের চিত্র দেখা গিয়েছে।

এদিকে, পদ্মা নদীতে ভাঙনের ফলে সবচেয়ে বেশি হুমকির মুখে পড়েছে ইউসুফপুর বিজিবি ক্যাম্পটি। ইতোমধ্যে ক্যাম্প থেকে গুরুত্বপূর্ণ জিনিসপত্র সরিয়ে নেয়া হয়েছে। তবে ক্যাম্পটিকে রক্ষায় ভাঙন কবলিত স্থানে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জিও ব্যাগ বিছানোর কাজ শুরু হয়েছে। ৩/৪ দিনের মধ্যে কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

এ বিষয়ে ইউসুফপুর কৃষি প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা জাগো নিউজকে জানান, গত কয়েক বছরে নদী ভাঙনের ফলে এই উপজেলার অনেক এলাকা এখন নদী গর্ভে বিলিন হয়ে গেছে।

তিনি আরো জানান, প্রতি বছর বর্ষার সময়ে এই এলাকার নদীতে ভাঙন দেখা দেয়। তবে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে ভাঙন রোধে দীর্ঘস্থায়ী কোন পদক্ষেপ না নেয়ার ফলে আজ নদী সংলগ্ন স্কুল ও বিজিবি ক্যাম্পটি হুমকির মুখে। এ বছর ভাঙনের ফলে স্কুলটি নদী গর্ভে বিলিন হয়ে গেলে স্কুলটির প্রায় ১২০০ শিক্ষার্থীর জীবন অন্ধকারে হয়ে যাবে। তাই আগে থেকেই স্কুল ও ক্যাম্পটির রক্ষায় প্রয়োজনীর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তিনি।

এ ব্যাপারে রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হারুন-অর-রশিদ জাগো নিউজকে জানান, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতের কারণেই দেশের বিভিন্ন স্থানে বিশেষ করে উত্তরাঞ্চলের কয়েকটি স্থানে বন্যা দেখা দিয়েছে। এই কারণে রাজশাহীতেও পদ্মার পানি অতি দ্রুত বাড়ছে। আর পানি বাড়ায় জেলার চারঘাট উপজেলার ইউসুফপুরে ২ কিলোমিটার জায়গা জুড়ে নদী ভাঙন দেখা দিয়েছে।

বিশেষ করে বেশি হুমকিতে রয়েছে বিজিবি ক্যাম্পটি। তবে ক্যাম্পটি রক্ষায় সকল ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে ইতোমধ্যেই। তাই এ বিষয়ে কোন ভয় না পাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন সকলের প্রতি।  

শাহরিয়ার অনতু/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।