চীনের স্মার্টসিটি পরিদর্শন করলেন গণপূর্তমন্ত্রী


প্রকাশিত: ১১:৪৩ এএম, ৩১ জুলাই ২০১৫

চীনের ঝেজিয়াং প্রদেশের হাংঝু স্মার্টসিটি পরিদর্শন করলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। চীন সফরকালে বৃহস্পতিবার তিনি শহরের ডিংকুয়া পয়ঃব্যবস্থাপনা প্ল্যান্ট, পানি নিঃস্কাশন ও পরিশোধন প্ল্যান্টসহ অন্যান্য সেবামূলক ব্যবস্থা পরিদর্শন করেন।

শুক্রবার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার স. ম. গোলাম কিবরিয়া সাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, চীনের আদলে বাংলাদেশে পূর্বাচল ও ঝিলমিল সিটিকে স্মার্টসিটি হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। তাই সেখানকার সেবামূলক এসব কার্যক্রমের বাস্তব অবস্থা পর্যবেক্ষণ করতে গণপূর্তমন্ত্রী গত ২৯ জুলাই চীন সফরে যান।

এ সময় চীনের শাংগুয়া মিউনিসিপাল গভার্নমেন্টের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধি দলের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সদস্য মো. আব্দুর রহমান, পূর্বাচল নতুন শহর প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক উজ্জ্বল মল্লিক উপস্থিত ছিলেন।

সফর শেষে ২ আগস্ট মন্ত্রী দেশে ফিরবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এআর/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।