ছিটমহল বিনিময়ে এরশাদের অভিনন্দন
বাংলাদেশ ও ভারতের মধ্যে ছিটমহল বিনিময় চুক্তি বাস্তবায়ন সম্পন্ন হওয়ায় জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ বাংলাদেশ ও ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জ্ঞাপন করেছেন। শুক্রবার এক বিবৃতিতে তিনি এ স্বস্তি ও আনন্দ প্রকাশ করেন।
বিবৃতিতে তিনি বলেন, দীর্ঘ ৬৮ বছর পর বাংলাদেশ ও ভারতের মধ্যে অবস্থিত ছিটমহল সমূহ বিনিময়ের মাধ্যমে অর্ধ লক্ষাধিক মানুষের জীবন স্বার্থক হতে চলেছে। দু’দেশের ছিটমহলে এখন থেকে স্ব-স্ব দেশের পতাকা উড়বে। সেখানে বসবাসরত বাসিন্দারা নাগরিক অধিকার পাবে, সার্বভৌমত্ব ভোগ করবে -এর চেয়ে বড় আনন্দ আর কিছু থাকতে পারে না।
মুক্তি পাওয়া মানুষের সাথে আমিও একাত্ম হয়ে গেছি উল্লেখ করে এরশাদ আরো বলেন, ছিটমহল শব্দটি ছিল একটি অভিশপ্ত শব্দ। এখানে যারা অবরুদ্ধ জীবন-যাপন করেছে তারা শিক্ষা-চিকিৎসাসহ আধুনিক বিশ্বের সকল নাগরিক সুবিধা থেকে বঞ্চিত ছিল। দু’দেশের মধ্যে সেই ছিটমহল বিনিময়ের মধ্য দিয়ে ইতিহাস থেকে ছিটমহল শব্দটি মুছে গেল।
যারা এখন আমাদের মূল ভূখন্ডের সাথে মিলিত হলো তাদের পুনর্বাসন এবং সকল ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে বলেও জানান জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
আরএস/পিআর