বাড্ডায় ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৫:১৩ পিএম, ২১ মে ২০১৮
প্রতীকী ছবি

রাজধানীর বাড্ডার আফতাবনগর এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে আনারুল ইসলাম (১৭) নামে এক শ্রমিক মারা গেছেন। সোমবার দুপুর সোয়া ১২টার দিকে ওই ভবনের চতুর্থ তলা থেকে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ভবন থেকে পড়ে যাওয়ার পর আহত অবস্থায় সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে বেলা ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আনারুলের গ্রামের বাড়ি পঞ্চগড় সদর উপজেলার মাদইপাড়া গ্রামে। বাবার নাম শাহজাহান মিয়া। দীর্ঘদিন ধরে আফতাব নগরে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন তিনি।

নিহতের সহকর্মী সুরুজ মিয়া জানান, দুপুর সোয়া বারোটার দিকে ভবনটির চতুর্থ তলায় রডের কাজ করছিলেন আনারুল। হঠাৎ অসাবধানের কারণে নিচে পড়ে যান তিনি। পরে তাকে উদ্ধার করে ঢামেক নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেকের ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

এসএইচ/ওআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।