জাপানের ওপর গোয়েন্দা নজরদারি করেছে যুক্তরাষ্ট্র
জাপানের বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান, জ্যেষ্ঠ রাজনীতিবিদ, কেন্দ্রীয় ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তারা ও অন্যতম বড় কোম্পানি মিত্সুবিশিসহ বেশ কিছু প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্র গোয়েন্দা নজরদারি করেছে বলে এ চাঞ্চকর তথ্য জানিয়েছে উইকিলিকস। শুক্রবার উইকিলিকসের ফাঁস করা নতুন এক নথিতে এই তথ্য জানানো হয়।
এক বিবৃতিতে উইকিলিকস জানায়, জাপানের বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান, সরকারি কর্মকর্তা ও বর্তমান প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের প্রথম মেয়াদের কয়েকজন ঊর্ধ্বতন উপদেষ্টাদের ওপর এনএসএর গোয়েন্দারা গোয়েন্দা নজরদারি করেছেন।
২০০৬ সালের সেপ্টেম্বর থেকে ২০০৭ সালের সেপ্টেম্বর এই নজরদারি চালানো হয় বলেও জানানো হয়।
এএফপি এর এক প্রতিবেদনে বলা হয়েছে, উইকিলিস জানিয়েছে জাপানের ৩৫টি বড় কোম্পানি ও ব্যক্তির লক্ষ্য করে নজরদারি চালিয়েছে যুক্তরাষ্ট্র।
আরএস/পিআর