ছিটমহলবাসীর জন্য শিগগিরই উন্নয়ন প্রকল্প : পরিকল্পনামন্ত্রী


প্রকাশিত: ১০:৫৪ এএম, ৩১ জুলাই ২০১৫

ভারত ও বাংলাদেশের ছিটমহলবাসিন্দারা শুক্রবার মধ্যরাত থেকে স্বাধীন দেশের নাগরিকের পূর্ণ মর্যাদা পেতে যাওয়ায় তাদেরকে অভিনন্দন জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। একই সঙ্গে ছিটমহলবাসীর জন্য প্রকল্প হাতে নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

এক অভিন্দন বার্তায় মন্ত্রী বলেন, ‘আজ মধ্যরাত থেকেই বাংলাদেশ ও ভারতের অভ্যন্তরে থাকা ছিটমহলগুলোতে নিজ নিজ দেশের পতাকা উড়বে। এর মধ্য দিয়েই অবসান হচ্ছে তাদের ৬৮ বছরের দুঃসহ ও গ্লানিকর জীবন। এজন্য ছিটমহলবাসীদের জানাই অভিনন্দন। তাদের জন্য কামনা করছি সুন্দর এক জীবনের’।

তিনি আরো বলেন, ‘ছিটমহলবাসীদের বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। তিনি (প্রধানমন্ত্রী) নির্দেশ দিয়ে বলেছেন যে এখন থেকে ছিটমহলবাসীরাও এ দেশের নাগরিক। দেশের অন্যান্য নাগরিকদের সঙ্গে তাদের কোনো পার্থক্য নেই। তাদের জীবনযাত্রার মান উন্নয়নে যে ধরণের প্রকল্প নেয়া দরকার পরিকল্পনা মন্ত্রণালয় যেন সে ধরণের প্রকল্প হাতে নেয়’।

পরিকল্পনামন্ত্রী এ প্রসঙ্গ টেনে অভিনন্দন বার্তায় আরো বলেন,‘প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুয়ায়ী পরিকল্পনা মন্ত্রণালয় ছিটমহলবাসীদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য প্রয়োজনীয় প্রকল্প তৈরির কাজ অচিরেই হাতে নিতে যাচ্ছে’। একটি উচ্চ পর্যায়ের কমিটি এ কাজের প্রয়োজনীয় তদারকি করবে বলেও বার্তায় উল্লেখ করেন তিনি।

এসএ/একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।