সরকারি পুকুর দখলমুক্ত করে মাছ চাষ করতে হবে


প্রকাশিত: ১০:৩৪ এএম, ৩১ জুলাই ২০১৫

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, পরিত্যক্ত জলাশয় ও পুকুরে মাছ চাষ করে আর্থিক সচ্ছলতা ও বেকারত্ব দূর করা সম্ভব। যেসব সরকারি খাল ও পুকুর অবৈধ দখলদারির কবলে রয়েছে, সেগুলো দখলদারমুক্ত করে খননের মাধ্যমে মাছ চাষ উপযোগী করতে হবে। এতে জটিলতা আসলে সেটা তখন দেখা যাবে।

তিনি বলেন, অবৈধভাবে অনেকে পুকুর দখল করে সেখানে ধান চাষাবাদ করছে। আমি সরকারি কর্মকর্তাদের বলব অবিলম্বে এ বেদখল পুকুরগুলো দখলমুক্ত করে সরকারি নিয়ন্ত্রণে আনতে হবে।

শুক্রবার দুপুরে ঝালকাঠির শিল্পকলা একাডেমি মিলনায়তনে মৎস্য বিভাগের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহের আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শিল্পমন্ত্রী বলেন, পাট, চা, চামড়া ও মাছ এ চারটি সম্পদকে রক্ষা করে বিদেশে রফতানির মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব।

ছাত্রলীগকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, মিছিল, শো ডাউনে গোলমাল করে সামনের সারিতে আসার চেষ্টা করবে না। যারা সামনের সারিতে আসার চেষ্টা করবে তারাই তাহলে পিছনে পড়ে যাবে। পিছনে থেকে যারা রাজনীতি করে আমি তাদের পছন্দ করি।

জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) জহিরুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা রেজাউল করীম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক মো. জাফর আলম, জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম প্রমুখ।

আলোচনা সভার পূর্বে পুলিশ সুপার কার্যালয়ে সামনের পুকুরে ৩০ কেজি রুই জাতীয় মৎস্য পোনা অবমুক্ত করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।