ভগ্নাংশটি নিখোঁজ বিমান এমএইচ-৩৭০-এরই : আত্মবিশ্বাস বিশেষজ্ঞের


প্রকাশিত: ১০:০৮ এএম, ৩১ জুলাই ২০১৫

ভারত মহাসাগরের একটি ক্ষুদ্র দ্বীপ থেকে প্রাপ্ত বিমানের ভগ্নাংশ যে এমএইচ-৩৭০-এরই- এ ব্যাপারে তাদের আত্মবিশ্বাস বাড়ছে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার তল্লাশী কর্তৃপক্ষ। শুক্রবার তারা এ কথা জানিয়েছে। একই সঙ্গে বিমানের ভগ্নাংশটির সনাক্তকরণ ২৪ ঘন্টার মধ্যে করা সম্ভব হবেও জানিয়েছে তারা।

অস্ট্রেলিয়ার ট্রান্সপোর্ট সেফটি ব্যুরোর প্রধান কমিশনার মার্টিন ডোলান বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, এই ভগ্নাংশটি যে এমএইচ-৩৭০ বিমা‡নরই -এ ব্যাপারে আমাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাচ্ছে।

তিনি আরো বলেন, আমরা আমাদের ফরাসী ও মালয়েশীয় সহকর্মীদের নিয়ে প্রাপ্ত সকল তথ্য বিশ্লেষণ করে যাচ্ছি। আমরা এখনও এ ব্যাপারে সম্পূর্ণভাবে নিশ্চিত হতে পারিনি। তবে আমরা আশা করছি যে অল্প সময়ের মধ্যেই আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলতে পারব। আমরা আশা করছি, পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যেই এটা সম্ভব হবে।

আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।