পুরান ঢাকায় জুতার কারখানায় আগুন, দগ্ধ ৪

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ১২:০৬ পিএম, ১৯ মে ২০১৮
প্রতীকী ছবি

রাজধানীর পুরান ঢাকার আগামাসি লেনের একটি ৪ তলা ভবনের ২য় তলায় জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অগ্নিদগ্ধ চারজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটি ভর্তি করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাত ২টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত পৌন ২টা থেকে সোয়া ৩টা পর্যন্ত প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, ধারণা করা হচ্ছে- কারখানায় ব্যবহৃত কেরোসিনের চুলা থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে।

ঢামেকের ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, পুরান ঢাকার আগামাসি লেনে একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় অাহত চারজন বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। এরা হলেন- মো. রফিকুল (২৫), মো. ফারুক (২৮), মো. নাঈম (২০) ও মাহফুজ।

ঢামেক বার্ন ইউনিটের অাবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল জানান, অাহত রফিকুল ও ফারুকের শরীরে যথাক্রমে ৫০ ও ২৪ শতাংশের মতো বার্ন হয়েছে। রফিকুলের অবস্থা অাশঙ্কজনক। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এসএইচ/এমবিআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।