বৃষ্টিতে বিলম্ব দ্বিতীয় দিনের খেলা
বৃষ্টির কারণে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে খেলা শুরুতে বিলম্ব হচ্ছে। সকাল থেকেই মিরপুরে ভারি বৃষ্টি হচ্ছে। তাই দ্বিতীয় দিনের খেলা নির্ধারিত সময় সাড়ে ৯টায় শুরু হয়নি। মাঠে এখনো কোনো দলকে উপস্থিত হতে দেখা যায়নি। হোটেলেই অবস্থান করছেন দুদলের খেলোয়াড়রা।
এছাড়া মাঠের সম্পূর্ণ উইকেট ঢেকে রাখা হয়েছে। বৃষ্টি বাধায় স্টেডিয়ামে এখন পর্যন্ত কোনো দর্শকের উপস্থিতি ঘটেনি।
এর আগে ডেল স্টেইন এবং জেপি ডুমিনির বোলিং তোপে প্রথম দিনে আট উইকেট হারিয়ে ২৪৬ রান করতে সক্ষম হয় বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে অধিনায়ক মুশফিকুর রহিম সর্বোচ্চ ৬৫ রান করেন। উইকেট বিলানোর মিছিলে পড়ে বাংলাদেশের টপ অর্ডারের ব্যাটসম্যানরা উইকেটে সেট হয়েও রান বড় করতে পারেননি। আশা জাগিয়ে ফিরে গেছেন সবাই।
মমিনুল হক ৪০, ইমরুল কায়েস ৩০, মাহমুদউল্লাহ এবং সাকিব আল হাসান ৩৫ রান করে করেন। নাসির হোসেন ১৩ রান নিয়ে অপরাজিত আছেন। দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন এবং জেপি ডুমিনি তিনটি করে উইকেট নেন।
আরটি/এসকেডি/এমএস