সারাদেশে থেমে থেমে বৃষ্টি, কালবৈশাখীর হুঁশিয়ারি

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২:৪৬ পিএম, ১৮ মে ২০১৮
ফাইল ছবি

রমজানের প্রথম দিন (১৮ মে, শুক্রবার) সকাল থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অফিসের তথ্য মতে, সকাল ৯টা পর্যন্ত ঢাকায় ২.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। একই সঙ্গে গ্রীষ্মের এ মাঝামাঝি সময়ে কালবৈশাখী বয়ে যেতে পারে বলেও হুঁশিয়ারি করা হয়েছে।

আবহাওয়া অধিদফরত সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় কুতুবদিয়ায় ৬৫ মিলিমিটার, নিকলীতে ৬১, চট্টগ্রামে ৪০, সিলেটের শ্রীমঙ্গলে ২২, ময়মনসিংহে ৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

এছাড়া ঢাকাসহ টাঙ্গাইল, ফরিদপুর, কুষ্টিয়া, মাদারীপুর, যশোর, খুলনা, পাবনা, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার ও কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা বাতাস অথবা ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। এসব এলাকার বন্দরসমূহে ২ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস জানান, চলতি মে মাসে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির মাত্রা আরও বাড়তে পারে। একই সঙ্গে প্রতিদিনই দেশের কোথাও না কোথাও কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে।

এমএমজেড/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।