দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মাঠে নামছে ডিএসসিসির ৫ টিম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৪৯ পিএম, ১৭ মে ২০১৮

রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে আগামীকাল থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ৫টি অঞ্চলে ৫ টিম মাঠে নামবে বলে জানিয়েছেন মেয়র সাঈদ খোকন।

বৃহস্পতিবার রাজধানীর হাতিরপুল কাঁচাবাজার পরিদর্শনে এসে এ কথা জানান তিনি।

সাঈদ খোকন বলেন, ‘রমজান মাসে পণ্যের দাম ক্রেতাদের নাগালে রাখতে, পাশাপাশি বিক্রেতারা নির্ধারিত দামের চেয়ে বেশি দামে যেন বিক্রি করতে না পারে সে লক্ষ্যে ডিএসসিসির পাঁচটি অঞ্চলে ৫টি টিম অভিযান পরিচালনা করবে। যেন বিক্রেতারা কোনক্রমেই বেশি দামে বিক্রি করতে না পারে সেই লক্ষ্যে আমাদের টিম কাজ করবে।’

তিনি বলেন, ‘তবে গত রমজানের তুলনায় আজ পর্যন্ত অধিকাংশ পণ্যের দাম কম রয়েছে। গত ২/৩ সপ্তাহ আগের চেয়ে বিভিন্ন পণ্যের দাম বাজারের কারণে ৫/১০ টাকা বেড়েছে। এই বর্ধিত মূল্যের চেয়েও রমজানে কেউ বেশি নিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে, বাজার স্থিতিশীল রাখতে কাজ চলবে।’

jagonews24

তিনি আরও বলেন, ‘আমরা বাজার যাচাই করে দাম ঠিক করে দিয়েছি, নির্ধারিত মূল্যের চেয়ে মূল্য বৃদ্ধির প্রবণতা সৃষ্টি হলে ব্যবস্থা নেয়া হবে। আমাদের টিম ছাড়াও বাজার মনিটরিংয়ের জন্য আলাদাভাবে র‌্যাব-পুলিশ-ভোক্তা অধিকার সংস্থাও মাঠে থাকবে।’

এ সময় তিনি ব্যবসায়ী-ক্রেতাদের সঙ্গে কথা বলে বাজারের খোঁজখবর নেন। বাজার পরিদর্শনকালে ঢাকা দক্ষিণ সিটির প্রধান নির্বাহী খান মোহাম্মদ বিলাল, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. শেখ সালাউদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এএস/এমএমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।