চকবাজারে ডিএমপির ভেজালবিরোধী অভিযান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:২৫ পিএম, ১৭ মে ২০১৮

রাজধানীতে খাবারে ভেজালের বিরুদ্ধে অভিযান শুরু করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার দুপুর ১টায় পুরান ঢাকার চকবাজার থানাধীন এলাকায় এ অভিযান শুরু হয়। অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন ডিএমপি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান।

ডিএমপি সূত্রে জানা গেছে, গত সোমবার রমজানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, ট্রাফিক ব্যবস্থাপনা ও ইফতার খাদ্যে ভেজাল নিয়ে জরুরি বৈঠক করে ডিএমপি। বৈঠকে ভেজাল খাবারের বিরুদ্ধে কঠোর অভিযানের কথা বলেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। গতবারের মতো এবারও রমজানে ভেজাল খাবারের বিরুদ্ধে অভিযান পরিচালনা কথা জানান তিনি।

এরপর আজ ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগ থেকে রমজানের আগেই ভেজাল বিরোধী অভিযান পরিচালনার কথা জানানো হয়।

ডিএমপি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান বলেন, সিদ্ধান্ত অনুযায়ী পবিত্র মাহে রমজান ভেজালমুক্ত খাবার নিশ্চিত করতে এবং খাবারে যেকোনো ভেজাল প্রতিরোধে মাসব্যাপী নিরবচ্ছিন্নভাবে অভিযান চলছে। এরই অংশ হিসেবে আজ ইফতার সামগ্রীর ঐতিহ্যবাহী বাজার চকবাজারে অভিযান চলছে।

জেইউ/এমবিআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।